নবজাতকের জন্ডিস

নবজাতকের-জন্ডিস

০ শতকরা ৮০ ভাগই নবজাতক কমবেশি জন্ডিসে ভুগে থাকে।

০ এ জন্ডিস আর বড়দের জন্ডিস এক জিনিস নয়।

০ লিভার ইনজাইমের কমতির জন্য এ রকম হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে।

০ বেশি না হলে চিন্তা করার দরকার নেই।

০ বেশি করে বুকের দুধ খাওয়ান।

০ না, রোদে দেবার দরকার নেই। রোদে উল্টো ক্ষতি হতে পারে, চোখের ক্ষতি হতে পারে।

০ বেশি হলুদ মনে হলে আপনার কাছের ডাক্তারকে দেখান।

০ বেশি হলে বিলিরুবিন পরীক্ষা করে নিন। অনেক সময় তার ফটোথেরাপি চিকিৎসা লাগতে পারে।

প্রকাশিত: ২০ আগস্ট ২০১৯; দৈনিক জনকণ্ঠ

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *